জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ৩৭৯ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

0
518
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ৩৭৯ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। শুক্রবার দিন ব্যাপী নির্দিষ্ট রিটানিং অফিসাররা প্রার্থীদের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় ও লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন। এ সময় নিজেদের পছন্দের প্রতীক পেয়ে প্রার্থীদের সমর্থকরা প্রতীকের সমর্থনে পৃথক পৃথক ভাবে মিছিল-সামবেশ করেন। দিন ব্যাপী প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মিছিলে-মিছিলে সরগরম হয়ে উঠে উপজেলা পরিষদ চত্বরসহ পৌর শহর।

প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল হাসিম (চশমা) আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দীপাল (নৌকা), বিএনপির চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া (ধানের শীষ), জাপার চেয়ারম্যান প্রার্থী গয়াছ মিয়া (লাঙ্গল) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজিদুর রহমান (আনারস)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে নারী সদস্য প্রার্থী ১২ জন ও সাধারণ ৯ টি ওয়ার্ডে পুরুষ সদস্য প্রার্থী ৪১ জনসহ মোট ৫৮ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়। ২ নং পাটলি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক (আনারস), আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া (নৌকা), জাপার চেয়ারম্যান প্রার্থী মো.দবির মিয়া (লাঙ্গল), বিএনপির চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রফিকুর রহমান রফু (ধানের শীষ) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশিক মিয়া শিকদার  (মোটরসাইকেল)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ৮ জন নারী সদস্য ও সাধারণ ৯ টি ওয়ার্ডে ২৮ জন পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৪১ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়। ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মো.আরশ মিয়া (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশীদ (আনারস), বিএনপির চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব (ধানের শীষ) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক মিয়া ময়না   (মোটরসাইকেল)। ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ১২ জন নারী সদস্য ও সাধারণ ৯ টি  ওয়ার্ডে ৪০ জন পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৫৬ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়। ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মজলুল হক (আনারস), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আব্দুল হাফিজ (মোটরসাইকেল), আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানা (নৌকা), বিএনপির চেয়ারম্যান প্রার্থী সামছুল ইসলাম (ধানের শীষ) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুজায়েল আহমদ (ঘোড়া)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ১১ জন নারী সদস্য ও সাধারণ ৯ টি ওয়ার্ডে ৪৬ জন সদস্য প্রার্থীসহ মোট ৬২ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়। ৭ নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান (নৌকা), বিএনপির চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোছাব্বির আহমদ (ধানের শীষ), জাপার চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম কামালী (লাঙ্গল), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তৈয়ব মিয়া কামালী (আনারস), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদরুল আলম খান (চশমা) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তোফায়েল আহমদ (মোটরসাইকেল)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ৭ জন নারী সদস্য ও সাধারণ ৯ টি ওয়ার্ডে ৩৫ জন পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়। ৮ নং আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো.আইয়ূব খান (চশমা), সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ (আনারস), হিরা মিয়া (ঘোড়া), আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শাহ আবু ইমানী (নৌকা) ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম খান (ধানের শীষ)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ১০ জন নারী সদস্য ও সাধারণ ৯ টি ওয়ার্ডে ৪২ জন পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৫৭ জন জন প্রার্থীর মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়। ৯ নং পাইলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল (মোটরসাইকেল), বিএনপির চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন (ধানের শীষ), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা দবিরুল ইসলাম (চশমা), যুক্তরাজ্য প্রবাসী শামীম হোসাইন (আনারস), হাজী মখলুছ মিয়া (ঘোড়া) ও আবুল কাশেম (টেলিফোন)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ১১ জন নারী সদস্য ও সাধারণ ৯ টি ওয়ার্ডে ৩৯ জন পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৫৭ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়। সব মিলিয়ে ৭ ইউনিয়নে ৩৬ জন চেয়ারম্যান, ৭১ জন নারী সদস্য ও ২৭১ জন সদস্যসহ মোট ৩৭৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা।