জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভা যাত্রা

0
533
blank
blank

নিজস্ব প্রতিনিধি: ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও গতিশীলতা আনয়নের জন্য “ভূমি আইন জানুন, নিজের ভূমি নিজে রক্ষা করুন, ভূমি সংক্রান্ত সমস্যা আপনার, সমাধানের দায়িত্ব আমাদের” শ্লোগানে জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে।

সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের প্রথম দিন রবিবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল এর নেতৃত্বে সরকারী কর্মকর্তা, কর্মচারী সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভা যাত্রা পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে ভূমি অফিস প্রাঙ্গণে সেবা সপ্তাহের জনসচেতনতা সৃষ্টিতে “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন” “মালিকানা স্বত্ত্ব সংক্রান্ত জটিলতা পরিহার করুন” “ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তিতে দালাল ও মধ্যস্বত্ত্বভোগ পরিহার করুন” “জমি ক্রয় করার পর নামজারী করার মাধ্যমে নিজের নামে ডি.এস খতিয়ানে সংশোধন করুন” “অর্পিত সম্পত্তির লীজমানি নিয়মিত পরিশোধ করুন” প্রতিপাদ্যসহ ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য জনসাধারনের সম্মুখে প্রদর্শিত করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল জানান পুরো সপ্তাহ ব্যাপী উপজেলার প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে।