জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদী খননের মাটি জব্দ

0
457
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীতে প্রায় এক মাস ধরে ড্রেজার মেশিন দিয়ে খনন কাজ চলছে। নদী থেকে উত্তোলনকৃত বালি মাটি অবৈধভাবে বিক্রি করে আসছিল একটি সিন্ডিকেট। ইন্ডিয়া-বাংলাদেশ প্রকৌটল আশুগঞ্জ-জকিগঞ্জ রোড প্রকল্পের অধীনে জামিল ইকবাল লিমিটেড ও ন্যাশনাল লিমিটেড নামের দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীতে খনন কাজ করে। এসব ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন নদী থেকে উত্তোলনকৃত মাটি অবৈধভাবে একটি সিন্ডিকেটের নিকট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে গণমাধ্যমে খবর ছাপা হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ ব্যাপারে কাচা মিয়া নামের এক ব্যক্তি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নদী থেকে খননকৃত মাটি জব্দ করা হয়েছে।