জগন্নাথপুরে মসজিদের টাকা আত্মসাত নিয়ে উত্তেজনা

0
1746
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে মসজিদের টাকা আত্মসাত নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের বালিকান্দি কেন্দ্রিয় জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার আব্দুল কদ্দুছ মসজিদ উন্নয়ন ফান্ডের ১ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাত করেন। এ নিয়ে গত শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে মসজিদ কমিটির বৈঠকে আলোচনা হয়। এ সময় আব্দুল কদ্দুছের ভাতিজা কামাল হোসেন লিলু ও স্থানীয় ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মসজিদ কমিটির আরেক ক্যাশিয়ার আব্দুল হাসিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত কামাল হোসেন লিলু তাঁর বাড়িতে গিয়ে অস্ত্রশস্ত্রসহ লোকজন নিয়ে এসে ইউপি সদস্য আব্দুল হাসিমের উপর হামলা করতে চাইলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি আব্দুন নুরসহ এলাকার গণ্যমান্য লোকজনের হস্তক্ষেপে বিষয়টি নিস্পত্তি হয়। পরে আবার সন্ধ্যায় ইউপি সদস্য আব্দুল হাসিমের উপর হামলা করার চেষ্টা করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে শনিবার ইউপি সদস্য আব্দুল হাসিম বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়া এ ঘটনাকে জামায়াত-বিএনপি হামলা বলে অপপ্রচারের ঘটনায় নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম বলেন, মসজিদের পাওনা টাকা চাওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে।