জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

0
505
blank
blank

জগন্নাথপুর থেকে এম.ডি মুন্না: জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিবসের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে জগন্নাথপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এছাড়া স্মৃতি বিজড়িত শ্রীরামসি ও রাণীগঞ্জ স্মৃতি স্তম্ভে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আব্দুস সামাদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও উপজেলা এলজিইডি অফিসের সহকারি ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমূখ।

উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার হলরুমে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আবাব মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পৃথক সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ছালিক আহমদ ডন, যুবলীগ নেতা সিরাজ মিয়া, প্রকৌশলী স্বতীশ গোস্বামী প্রমূখ। তাছাড়া দিন ব্যাপী শিশু-কিশোরদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা করেন জগন্নাথপুর আর্ট স্কুলের পরিচালক প্রণব কুমার বণিক ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ সজল। সন্ধ্যায় স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জগন্নাথপুর উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠির সভাপতি মানস রায়ের রচনা ও পরিচালনায় ‘সিংহাসন’ নাটক মঞ্চস্থ হয়। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তানভীর আহমদ ইমু, রনি রাজ, মুরাদ আহমদ, মিহির রায়, জুয়েল হোসেন, চপল চন্দ, খোকন, উজ্জল দেব, বাপন দে, নাঈম, আব্দুল মুকিত, নাইম আহমদ, জুনেদ আহমদ, অভিজিৎ শাশ্বত রায়, মানস রায়, সিরিয়া আক্তার প্রমূখ। নাটকটি দর্শক হৃদয়ে ব্যাপকভাবে সাড়া জাগায়।