জগন্নাথপুরে মুক্তিযোদ্ধাদের পরিচিতি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

0
529
blank
blank

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধাদের পরিচিতি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।  শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি এ মোড়ক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুনুর রশিদ, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল কাইয়ুম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁন তালুকদার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পি.জি.পি নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক মো. গোলাম সারোয়ার সচিব মো. আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যা মোছা. এলাচি বিবি, মোছা. আম্বিয়া বেগম, মোছা. রোকসানা বেগম, ইউনিয়নের সদস্য মো. ইছরাক আলী, মো. তেরা মিয়া, মো. মাহমদ মিয়া, মো. আবুল কালাম, মো. আব্দুল মুকিত, মো. বজলু মিয়া, মো. নাজমুল হোসেন, মো. মিলাদ আহমদ, মো. জলিল মিয়া সহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন ও সকল শ্রেণী পেশার মানুষ।

মোড়ক উন্মোচনের আগে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম মুক্তিযোদ্ধা যাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন।