জগন্নাথপুরে রাধারমণের লীলা কীর্ত্তন শুরু

0
1192
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে ৩ দিন ব্যাপী মরমী কবি রাধারমণ দত্ত পূরকায়স্থ এর ত্রীধুনা উৎসব উপলক্ষে ৩১ তম লীলা কীর্ত্তন শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে মরমী কবি রাধারমণের নিজ বাড়িতে স্থানীয় শ্রী শ্রী রাধারমণ স্মৃতি সংঘ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত লীলা কীর্ত্তন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাধারমণ স্মৃতি সংঘের সভাপতি সুশীল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দিরাই থেকে আসা অতিথি মিন্টু সরকার, সিলেট থেকে আসা মুক্তা তালুকদার, নেত্রকোনা থেকে আসা ঝুমা রাণী দাস ও জকিগঞ্জ থেকে আসা গোপাল বাবাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাধারমণ স্মৃতি সংঘের সহ-সভাপতি আশিষ দে, বিজয় বৈদ্য, সাধারণ সম্পাদক রুনু মালাকার সাধু, সদস্য বিজয়, বাবুল, লিটন, নিকেশ, খোকন, বিকাশ, বিজয়, ক্ষিতেশ, মান্না, সুমন, গোবিন্দ, লাখন, গৌরাঙ্গ, ভানু, লিংকন, সজল, সুমন, দিপন, সিপন, দুলন, আনন্দ প্রমূখ।

সভায় বক্তারা মরমী কবি রাধারমণের বেদখল যাওয়া জায়গা সম্পত্তি উদ্ধার ও রাধারমণ স্মৃতি সংঘের প্রতি বছরের অনুষ্ঠানে সরকারিভাবে অনুদানের আহবান জানান।