জগন্নাথপুরে শায়খে কাতিয়ার সহধর্মিনীর দাফন সম্পন্ন

0
567
blank
blank

আলী আছগর ইমন, জগন্নাথপুর: জগন্নাথপুরের আলেম সমাজের শিরোমণি প্রয়াত প্রখ্যাত আলেম আল্লামা আমিন উদ্দিন শায়খে কাতিয়ার সহধর্মিনী হাজীয়া মাজেদা খাতুন (৯৮) আর নেই। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে ও অর্ধশতাধিক আলেম-উলামা নাতি-নাতনীসহ হাজারো গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৫টায় হাজারো মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে- শায়খে কাতিয়ার সহধর্মিনীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দিন ব্যাপী শায়খে কাতিয়ার মুরিদান আলেম-উলামা ও বেগম কাতিয়ার মুরিদান হাজারো নারীসহ হাজার-হাজার জনতা শেষ বারের এক নজর তাঁকে দেখতে ভীড় জমান বাড়িতে। এ সময় শায়খে কাতিয়া ও বেগম কাতিয়ার মুরিদান, অনুসারী ও এলাকার সর্বস্তরের জনতা কান্নায় ভেঙে পড়েন। তাঁদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এ যেন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সর্বত্র নেমে আসে শোকের ছায়া।
বিকেল সাড়ে ৫ টার দিকে কাতিয়া মাদ্রাসা মাঠে বেগম কাতিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা’য় ইমামতি করেন সাহেব জাদা হাফিজ মাওলানা এমদাদুল্লাহ। জানাজা’য় শায়খে আব্দুস শহিদ, হাফিজ মাওলানা আফছার উদ্দিন, মুফতি সৈয়দ আব্দুর রাজ্জাক, শায়খুল হাদিস নাজির হোসেন, শায়খুল হাদিস মঈনুল ইসলাম, সাহেব জাদা মাওলানা ইউসুফ আমিনী, মাওলানা ইসমাইল আমিনী, মাওলানা ইছহাক আমিনী, হাফিজ ফরহাদ আমিনী, মুফতি মঞ্জুর আহমদ আমিনী, হাফিজ হোসাইন আহমদ, শায়খে জমির উদ্দিন, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা বদিউজ্জামানসহ কয়েক হাজার জনতা অংশ গ্রহন করেন। জানাজা শেষে বেগম কাতিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।