জগন্নাথপুরে ১০৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

0
499
blank
blank

সুবীর বিজয় চৌধুরী, জগন্নাথপুর: জগন্নাথপুর উপজেলার ৬ ইউনিয়নের ১০৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল সোমবার নির্ধারিত রিটানিং অফিসারের অফিস থেকে ১২ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডের ১২ সদস্য প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের ৮৪ জন সদস্যসহ মোট ১০৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়পত্র সংগ্রহকারীরা হচ্ছেন, ১ নং কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রফিক মিয়া, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জুবেলী বেগম, রসিকা বেগম, হনুফা বেগম, মুজাফর আলী, মুক্তার আলী, তারা মিয়া, জাহাঙ্গীর মিয়া, বাতির মিয়া, ছমিরুল ইসলাম, রব্বানী মিয়া, অর্জুন দাস, ফজর আলী, ছালিক মিয়া, কাজী আব্দুল মছব্বির, আবুল কাশেম ও আক্তার হোসেন। ২ নং পাটলি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, রফিকুর রহমান রফু ও দবির মিয়া। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ছায়ারুন্নেছা, আমিরুন্নেছা, সিরাজুল আলম সোনা মিয়া, বাবুল মিয়া, জুনাব আলী, ছায়াদ আলী, নজরুল ইসলাম, ওয়াহিদুর রহমান, জসিম উদ্দিন, শাজাহান আলী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর মিয়া, আবু শাকের, মতিন মিয়া ও হিরা মিয়া। ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী পারভীন বেগম, সাকিরুন বেগম, রণধীর কান্তি দাস, অনীল দাস, আবুল হোসেন, তোতা মিয়া, ছমির খান, আব্দুল গফ্ফার, আরব উল্লাহ, আহমদ আলী, সালেহ উদ্দিন, ইকবাল হোসেন ও সাবেল মিয়া। ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী পিয়ারা হোসেন, রুকশানা বেগম, তাপস চন্দ্র দাস, আব্দুল খালেদ জীবন, নাজমুল হক, মনিরুল ইসলাম, দিদার আলম, আব্দুল মতিন, গোলজার আহমদ, মমরাজ হোসেন রাজ, বজলু মিয়া, আব্দুল তাহিদ জুয়েল, রাজিব তালুকদার, আবুল কাশেম, মিলাদ মিয়া, নুরুল হক ও জয়নাল আবেদীন।

৭ নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোছাব্বির আলী, আবুল কালাম কামালী ও সৈয়দ মুনসিফ আলী। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী কয়েছ মিয়া, সৈয়দ জুয়েল আহমদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আব্দুর রব, সৈয়দ এমদাদুর মিয়া, সৈয়দ শামসুল মিয়া, সৈয়দ তহুর আলী, রুহেল আহমদ, সৈয়দ সুজন আলী, সৈয়দ লিলু মিয়া, জিয়াউল হক দুদু, সৈয়দ রফু মিয়া, সৈয়দ ফজলুর রহমান, ছুরুক মিয়া, শামসুদ্দিন কামালী ও হাফিজুর রহমান। ৮ নং আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আইয়ূব খান।

৯ নং পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মখলুছ মিয়া, শামীম হোসাইন ও দবিরুল ইসলাম। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী রুকিয়া খাতুন, ভূলন রাণী দাস, লিপি আক্তার, জাকির হোসেন, সৈয়দ মশাহিদ আলী, আলিম খান, সাব্বির মিয়া, আলেক উদ্দিন, হাফিজুর রহমান, নজম উদ্দিন, আলাউর রহমান, খালেদ আহমদ, শাহ আহমদ হোসেন, সুনু মিয়া, আবুল হোসেন, তমিজ উদ্দিন, হাফিজ উদ্দিন, ফারুক মিয়া ও কানন মিয়া।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, নির্বাচন সংক্রান্ত সিডি আমাদের কাছে আসায় আমরা প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছি।