জগন্নাথপুরে ৩ পদে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

0
490
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৩ পদে মোট ১২ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র কাছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩ পদে মোট ১২ জন প্রার্থী দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেন।
আ.লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দে ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান হাজেরা বারী মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সহ দলীয় নেতাকর্মী ও ভোটার সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিএনপির দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী সুহেল আহমদ খান টুনু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা বেগম মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার, সাধারণ সম্পাদক কবির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, পৌর বিএনপির সভাপতি এমএ মতিন, সাধারণ সম্পাদক হারুনুজ্জামান, বিএনপি নেতা মামুর আহমদ, ছাত্রদল নেতা জাহেদ আহমদ প্রমূখ।
এছাড়া আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা ও আ.লীগের আরেক বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন তাঁদের সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেন।
তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রার্থী হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান পদে জমিয়তের মনোনীত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ কাসেমী মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় জমিয়তের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেন।