জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামকে দুর্নীতি-সন্ত্রাস ও সিন্ডিকেট মুক্ত করতে জনসভা

0
931
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধিঃ  সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামকে দুর্নীতি-সন্ত্রাস ও সিন্ডিকেট মুক্ত করতে গ্রামবাসীর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় সৈয়দপুর বাজারে গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুর রকিবের সভাপতিত্বে ও সৈয়দ নুরুল ইসলাম দুলু’র পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ সালেহ আহমদ ছোট মিয়া, সৈয়দ মোনছিফ আলী মেম্বার, মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, মাওলানা সৈয়দ সলিম আহমদ, সৈয়দ বদরুল ইসলাম খান, সৈয়দ পাখি মিয়া, সৈয়দ গৌছ মিয়া, শেখ ফরুক আহমদ, মাওলানা ফরিদ আহমদ, মুফতি সৈয়দ শামিম আহমদ মাওলানা সৈয়দ রিয়াজ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের ঐতিহ্য ধরে রাখতে হবে। এজন্যে গ্রামটিকে দুর্নীতি, সন্ত্রাস ও সিন্ডিকেট মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ, হয়ে কাজ করতে হবে। এছাড়া গ্রামের স্কুল-কলেজ সড়ক, মসজিদসহ এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার জন্য আহবান জানানো হয়।