জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

0
440
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনই জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুধ করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ এই দেশের অগ্রযাত্রা আর কেউ রুখতে পারবে না। তাই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তৃণমুলে দলকে শক্তিশালী করতে হবে। এজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের শেখ হাসিনার নের্তৃত্বে দেশ গড়ার কাজ করার আহ্বান জানান। সোমবার দলীয় কার্য্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দেব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম মশাহিদ, সৈয়দ ছাবির আহমদ ছাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, তথ্য ও গবেষনা সম্পাদক বিজন কুমার দে, সহ দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সাবেক সহ দপ্তর সম্পাদক আব্দুল হাই, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুন্দর আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দ্বীপক কান্তি দেব, পাটলী ইউনিয়নের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাধারন সম্পাদক আলাউদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়নের সাধারন সম্পাদক আবু কয়েস ইসরাইল, পাইলগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাঈন, এম ফজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগ সভাপতি শায়েক আহমদ প্রমুখ।