জগন্নাথপুর উপজেলা নির্বাচনে বাতিল হওয়া দুই প্রার্থী আপিলে বৈধ

0
473
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: আগামি ৬ মার্চ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন ১০ ফেব্রয়ারি যথা সময়ে ২৫০ জন সমর্থন ভোটারের তালিকা দিতে না পারায় স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম সাথী’র মনোনয়নপত্র বাতিল করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শেখ রফিকুল ইসলাম। এরপর বাতিল হওয়া প্রার্থীরা বৈধতা ফিরে পেতে আপিল করেন। গতকাল সোমবার আপিলের শেষ দিনে বাতিল হওয়া এ দুই প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রার্থীতার বৈধতা ফিরে পাওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক ও সুফিয়া খানম সাথী নিশ্চিত করেছেন।