জগন্নাথপুর পৌরসভার ৩৬ কোটি ৩০ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট পেশ

0
647
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৩৬ কোটি ৩০ লক্ষ ৮০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। এতে ব্যয় দেখানো হয় ৩৬ কোটি ২৮ লক্ষ ৩০ হাজার টাকা। ৮ জুলাই সোমবার জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ এ বাজেট পেশ করেন। বাজেট পেশ উপলক্ষে অস্থায়ী পৌর ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, সাংবাদিক আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মো.শাহজাহান মিয়া প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর সচিব ও জগন্নাথপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন এবং গীতাপাঠ করেন পৌর প্রকৌশলী ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সতীশ গোস্বামী।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, খলিলুর রহমান, মামুন আহমদ, তাজিবুর রহমান, দিলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মুন্না, দিপক গোপ, নারী কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, নার্গিস ইয়াসমিন, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, হাসপাতাল পয়েন্ট বাজার সেক্রেটারি আবদুল হান্নান, সাংবাদিক শংকর রায়, হুমায়ূন কবির, হিফজুর রহমান তালুকদার জিয়া, আলী আছগর ইমন, গোবিন্দ দেব, আলী জহুর, জগন্নাথপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি রশীদ আলী, এলাইছ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক বিপ্লু রঞ্জন সরকার, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রনজিত চন্দ শীল, সহ-সম্পাদক বিমল চন্দ্র বণিক, মহিলা সম্পাদক রুবি রাণী দেব, প্রচার সম্পাদক পুলক রায়, সহ-সম্পাদক বিপ্রেশ চন্দ্র মৈত্র, সদস্য মাহমুদা বেগম, আইনুল হক, কমলা কান্ত শর্মা, লিটন মিয়া, তাজনুর মিয়া, নিশিকান্ত দাস, শামসুল হক, আবদুল কাইয়ূম, আক্তার হোসেন সিরাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠানে জগন্নাথপুর পৌরসভার সার্বিক উন্নয়নে সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সহ দলীয় শীর্ষ নেতাদের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র আলহাজ¦ আবদুল মনাফ। সভায় আগামীতে বাঁশের সাঁকো মুক্ত একটি আধুনিক ও উন্নত জগন্নাথপুর পৌরসভা গঠনে পৌর কর্তৃপক্ষের প্রতি আহবান জানান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মো.শাহজাহান মিয়া।