জঙ্গিমুক্ত দেশ গড়তে চলচ্চিত্র ভূমিকা রাখবে: তথ্যমন্ত্রী

0
479
blank
blank

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিমুক্ত, সুস্থ, সুন্দর গণতন্ত্রের বাংলাদেশ গড়তে এদেশের চলচ্চিত্র সুদৃঢ় ভূমিকা রাখবে। সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও বৈষম্য থেকে মুক্তির পথ দেখাতে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। চলচ্চিত্র জড়িয়ে আছে আমাদের জীবনের সঙ্গে। চলচ্চিত্র আমাদের অতীতকে স্মরণ করতে, বর্তমানকে আনন্দময় করতে এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে শেখায়। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) দিবসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা ও স্মরণিকার মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলচ্চিত্র যে পূণর্জাগরণের সূচনা হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টা সেই ধারা আরো বেগবান হবে। তথ্যমন্ত্রী আরো বলেন, বিএফডিসি প্রতিষ্ঠার মাধ্যমে জাতির পিতা চলচ্চিত্র জগতে যে নতুন অধ্যায়ের সূচনা করেছেন, তা বাঙ্গালি জাতীয়তাবাদের চেতনাকে বেগবান করেছে, স্বাধীনতা যুদ্ধে বাঙ্গালিদের প্রেরণা যুগিয়েছে।