জঙ্গি আস্তানা সন্দেহে মিরপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান

0
523
blank
blank

ঢাকা: জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুর এক নম্বরে একটি ভবনে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা যায় মিরপুর এক নম্বরের এ ব্লকের একটি ভবনে এই অভিযান চালানো হচ্ছে। ঘটনা স্থলে পুলিশ, র‌্যাব এবং সোয়াত বাহিনীর যৌথ উদ্দ‌্যগে এ অভিযান পরিচালিত হচ্ছে। ভবনের সাধারণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আশপাশের এলাকাজুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে সকালে জেএমবি সন্দেহে এই এলাকা থেকে দুইজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। মূলত তাদের স্বিকারোক্তির উপর ভিত্তি করেই এই অভিযান পরিচালিত হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে যার মধ্যে ৩ জন জেএমবির গুরুত্বপূর্ণ সদস‌্য বলেছেন ডিএমপির যুগ্ন কমিশনার মনিরুল ইসলাম। অভিযানকালে হাতে তৈরী গ্রনেড এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হয়নি বলে জানা যায়। অভিযান এখনও অব্যহত আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপি যুগ্ন কমিশনার।