জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন পথ তৈরি করতে হবে: মান্না

0
445
blank
blank

ঢাকা : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে কোনো আপস নেই। আপস করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতান্ত্রিক অধিকার নেই বলেই দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন পথ তৈরির কথাও বলেন তিনি। রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তনে মঙ্গলবার এক আলোচনা সভায় বক্তব্যে মান্না এসব কথা বলেন।

রাজনৈতিক দল নিবন্ধনপদ্ধতি বাতিলের দাবি পরিষদ এই সভার আয়োজন করে। রাজনৈতিক দল নিবন্ধন আইন প্রসঙ্গে সভায় মান্না বলেন, এই আইন হচ্ছে সংবিধান ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন পথ তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াইয়ের কোনো বিকল্প নেই। এই সরকার জনগণের সব অধিকার হরণ করছে। বর্তমান সরকার থাকলে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা নেই।