জনগণের ঐক্যবদ্ধ আদোলনে বিজয় অর্জিত হবে: মির্জা ফখরুল

0
490
blank

ঢাকা: জনগণের ঐক্যবদ্ধ আদোলনে বিজয় অর্জিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে খালেদা জিয়ার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা জানান তিনি।

পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাদের উপর নির্যাতনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দীর্ঘকাল ধরে গণতন্ত্রের আন্দোলন করছে, তাদের ওপর নির্যাতন চলছে। জনগণ তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্য দিয়ে এই অবস্থার পরিসমাপ্তি ঘটাবে। বিজয় অর্জন হবে।’ রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে বুধবার বেলা ১২টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল কাইয়ুম, ব্যারিস্টার শাহজাহান ওমর, ড. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন।
জিয়ার সমাধিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস, শ্রমিক দলসহ দলের অঙ্গ সংগঠনগুলো পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জাসাসের পক্ষে এম এ মালেক, মনির খান, আলী আশরাফ লিটনসহ সংগঠনের নেতারা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ ছাড়া যুবদলের পক্ষ থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতেৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মহান বিজয় দিবসে চন্দিমা উদ্যানে সকাল থেকে দলের নেতাকর্মীরা ভিড় জামান।
এর আগে বেলা পৌনে ১১টায় মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বীর সেনানীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খালেদা জিয়া। প্রথমে দল ও জোটের খেতাবধারী মুক্তিযোদ্ধাসহ রণাঙ্গনের বীর সেনানীদের নিয়ে এবং পরে দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।