জমিয়তের (ইমামবাড়ী-কাসেমী) একাংশের কাউন্সিল অনুষ্ঠিত

0
676
blank
blank

ঢাকা: জমিয়তে উলামায়ে ইসলাম (ইমামবাড়ী-কাসেমী) একাংশের কাউন্সিল অনুষ্ঠিত। শনিবার সকালে রাজধানীতে অনুষ্ঠিত কাউন্সিলে আল্লামা আব্দুল মোমিন শায়েখে ইমামবাড়ি সভাপতি ও আল্লামা নূর হোসাইন কাসেমী মহাসচিব পূনরায় মনোনীত হন।

গত কাউন্সিলে নেতৃত্বের ধ্বন্ধে থেকেই কওমী মাদ্রাসা কেন্দ্রিক ইসলামী সংগঠন জমিয়ত  আবারও ভেঙ্গে দুইভাগে বিবক্ত হয়। অপর অংশের নেতৃত্বে আছেন আল্লামা মুফতি ওয়াক্কাস। এর আগেও ক্ষমতার লোভে জমিয়ত কয়েকবার ভেঙ্গে বিভিন্ন অংশে বিবক্ত হয়।

নতুন কমিটিতে কে কোন পদের দায়িত্ব পেয়েছেন তা বিস্তারিত তুলে ধরা হলো।

সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়েখে ইমামবাড়ি।

সহ-সভাপতি মাওলানা তাফাজ্জল হক হবিগঞ্জী, মাওলানা শায়েখ জিয়াউদ্দীন, মাওলানা জহীরুল হক ভূঁইয়া, কারী আব্দুল খালেক আস‘আদী, মাওলানা আবদুর রব ইউসূফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জোনায়েদ আল-হাবীব, মাওলানা শেখ আব্দুস শহীদ, মাওলানা তৈয়বুর রহমান নেজামী, হাফেজ মুহসিন আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুছ (আরজাবাদ), মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা আছগর হোছাইন, মাওলানা শামছুল হক (লন্ডন), মাওলানা এখলাছুর রহমান (বার্মিংহাম), মাওলানা মুহিব্বুর রহমান (নিউইয়র্ক), মাওলানা আব্দুল বছীর এবং এড. মাওলানা শাহীনুর পাশা চৌধুরী

মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

যুগ্ম-মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মোহাম্মদুল্লাহ জামী এবং মুফতী মুনীর হোসাইন কাসেমী।

সহকারী মহাসচিব মাওলানা মাসউদুল করীম, মাওলানা আতাউর রহমান, মাওলানা মুতীউর রহমান কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা খলীলুর রহমান, মাওলানা জামীল আহমদ আনসারী, মাওলানা আব্দুল্লাহ হাসান, মাওলানা খলীলুর রহমান, মাওলানা সানাউল্লাহ মাহমূদী, মাওলানা শোয়াইব আহমদ (লন্ডন) এবং মাওলানা সাইফুল ইসলাম (লন্ডন)।

সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান।

সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতীউর রহমান গাজীপুরী, মাওলানা মাহবুবুল্লাহ, মাওলানা কারী আব্দুল হাফীজ (বার্মিংহাম), মাওলানা বশীর আহমদ, মাওলানা যাকারিয়া আমিনী, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা আফজাল হোসাইন রহমানী, মাওলানা নাসীরুদ্দীন মুনীর, মাওলানা শাহ জালাল এবং মাওলানা নাসিরুদ্দীন খান।

দাওয়াত বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী। অর্থ বিষয়ক সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ। সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল জলীল। সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানী। সমাজ সেবা সম্পাদক জনাব আতীকুজ্জামান। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শরফুদ্দীন ইয়াহইয়া ফাহাদ। শিল্প ও বাণিজ্য সম্পাদক জনাব মোস্তফা মুঈনুদ্দীন খান। কৃষিবিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল হক কাসেমী। প্রচার সম্পাদক মাওলানা যয়নুল আবেদীন। শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া (লন্ডন)। দফতর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার। এবং ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান।

অবশিষ্ট ৯০ জন কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

জমিয়তের কাউন্সিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। কেউ কেউ নতুন কমিটিকে অভিনন্দন জানাচ্ছেন আবার কেউ কেউ হাসি ঠাট্রা করছেন।