জাতীয় পার্টির সিদ্ধান্তের ভার এরশাদের ওপর

0
508
blank
blank

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত দলীয় কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম এবং পার্টির সংসদ সদস্যদের যৌথসভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে না জোটগতভাবে নির্বাচন করবে সে ব্যাপারে পার্টির চেয়ারম্যানই সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এ ছাড়া দলীয় মনোনয়ন দেয়ার ক্ষেত্রেও পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গ্রহণ করা হবে। আগামী ২০শে অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশকে সামনে রেখে এ যৌথসভার আয়োজন করা হয়। বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ দলের প্রেসিডিয়াম সদস্য ও এমপিরা অংশ নেন। বৈঠকের মাঝখানে সাংবাদিকদের ব্রিফ করেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই।