জামায়াতের আমির মকবুল জামিনে মুক্ত

0
539
blank
blank

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ জামিনে মুক্তি পেয়েছেন। সন্ধ্যার পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন। কাশিমপুর কারা কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। ওদিকে জামায়াতের এক নেতা বলেন, সবগুলো মামলায় জামিন পেয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যার পর আমিরে জামায়াত মুক্তি পেয়েছেন। আমরা আশঙ্কা করেছিলাম জেলগেটে তাকে হয়রানি করা হতে পারে। কিন্তু তাকে যেন হয়রানি না করা হয় এ বিষয়ে আমরা হাইকোর্ট থেকে আগেই আদেশ নিয়েছিলাম।

উল্লেখ্য, গত বছরের ১০ই অক্টোবর জামায়াতের আমির মকবুল আহমাদ, সেক্রেটারি ও নায়েবে আমিরসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। ২০১৬ সালের ১৪ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হান্নান খান সংবাদমাধ্যমে বলেন, মকবুল আহমাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি হয়েছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি। তিনি যে রাজাকার ছিলেন সে বিষয়টি তথ্য-উপাত্তে স্পষ্ট।