জামিন নাকচ, মির্জা ফখরুল কারাগারে

0
469
blank

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন আজ মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন। এর আগে আজ বেলা সাড়ে ৩টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে আত্মসমর্পনে করেন মির্জা ফখরুল। পরে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন শুনানি শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এছাড়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে দুই সপ্তাহের মধ্যে শুনানি নিষ্পত্তির নির্দেশ দেন।

শুনানি শেষ মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের জানান, মির্জা ফখরুলের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়নি। জামিন নিতে হলে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। গত ২৮ অক্টোবর গাড়ি পোড়ানো ও নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে সুপ্রিমকোর্টে আট সপ্তাহ সময়ের প্রার্থনা করেছিলেন বিএনপির এই নেতা। রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা এ তিন মামলায় ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোয় ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। এরপর এ চিকিৎসার জন্য বিদেশে থাকায় আরো দুই দফা সময় নেন মির্জা ফখরুল। যার মেয়াদ শেষ হয়েছে গতকাল সোমবার।