ঢাবির ভিসি প্যানেলের কার্যক্রম স্থগিত

0
485
blank
blank

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্যানেল মনোনয়ন দেয়া তিন সদস্যের কার্যক্রম স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে ভিসি প্যানেল নিয়ে জারি করা রুল আগামী চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য বলেছেন আদালত।
ভিসি প্যানেল গঠনের জন্য ২৯ জুলাই সিনেটের বিশেষ অধিনবেশন স্থগিত করেছিল হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে করা আবেদন আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি শেষে তিন সদস্যের ভিসি প্যানেলে কার্যক্রম স্থগিত করেলেন আদালত।

এই আদেশের ফলে সিনেট অধিবেশন থেকে দেয়া মনোনয়ন আটকে গেল বলে জানিয়েছেন ঢাবির আইনজীবী এফএম মেজবাহ উদ্দিন।