তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দুর্নীতি অনেকাংশে নির্মূল করা যাবে: অর্থমন্ত্রী

0
457
blank
blank

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দুর্নীতি অনেকাংশে নির্মূল করা যাবে এবং এটি জাতীয় আয়েরও বড় একটি উৎস হবে। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘একাদশতম গভর্নমেন্ট ফোরাম অন ইলেকট্রনিক আইডেনটিটি’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। এই খাতে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে এক ঝাঁক সম্ভবনাময় তরুণ কাজ করছে বলেই এতো দ্রুত এই খাতের অগ্রগতি সম্ভব হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. ইমরান আহমাদ। বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার। স্বাগত বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক স্মার্ট কার্ড এসোসিয়েশনের (এপিএসসিএ) চেয়ারম্যান গ্রেগ পোটি। সেমিনারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের ২৬টি তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো স্মার্ট কার্ড বিষয়ে সচেতনতা সৃষ্টি ও বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় করবে।