তারুণ্যের প্রাণশক্তির কাছে কোন বিজয় অর্জন অসম্ভব নয়: শোয়েব

0
543
blank
blank

নিজস্ব প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, তারুণ্যের প্রাণশক্তির কাছে কোন বিজয় অর্জন অসম্ভব নয়। তবে এজন্য তারুণ্যদের কঠিন সংকল্পবদ্ধ ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সংগ্রামী ভূমিকা সাফল্যের জন্য অনেকাংশে দায়ী। আজকের তরুণদের ইষ্পাত কঠিন ঐক্যের মাধ্যমে সোনালী সুদিন গড়া সম্ভব। তাই তরুণদের জ্ঞান ও বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। সমৃদ্ধ সোনার বাংলা গড়তে আজকের তরুণদের এগিয়ে আসতে হবে। ১২ মে শুক্রবার বিকেলে নগরীর কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে সামাজিক সংগঠন সোস্যাল রেভ্যুলেশনের উদ্যোগে ২০১৭ সালের এসএসসি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সোস্যাল রেভ্যুলেশন সভাপতি কে এম সালমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মুহিউদ্দিন, এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী, দি নিউ নেশন’র সিলেট প্রতিনিধি এস এ শফি, বিশ^নাথ প্রেসক্লাব সেক্রেটারী মোসাদ্দিক হোসেন সাজুল, হযরত ওমর (রা:) হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া।
সোস্যাল রেভ্যুলেশন সেক্রেটারী খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান কলেজের প্রভাষক মবরুর আহমদ সাজু, অনুভূতি প্রকাশ করেন তাহসিন তাবাসসুম মীম, শিপা পারভীন, বাপ্পা পাল, আফিয়া বেগম লুবনা, মুক্তা রানী দাস, স্মৃতি রানী দাস, মাহমুদ হাসান সজিব, রায়হান আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাশেদুর রহমান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।