তিন দিনের সফরে নেদারল্যান্ডসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0
486
blank

ঢাকা: ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে নেদারল্যান্ডস পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হেগের স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের শিফল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। নেদারল্যান্ডসের অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ভ্যাঁ হেগেন, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং বাংলাদেশে ডাচ রাষ্ট্রদূত লিওন মার্গারেথা কিউলেনেরা বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আসা হয় গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউস দি হেগে। হোটেলের বাইরে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা সহস্রাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী জয় বাংলা স্লোগানে দলীয় প্রধান শেখ হাসিনাকে স্বাগত জানান। দুই প্রবাসী বাংলাদেশি শিশু হোটেল লবিতে প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। প্রধানমন্ত্রী এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন। মঙ্গলবার সকাল সোয়া ৮টায় বিমানের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।