দক্ষিণ সুনামগঞ্জকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর

0
828
blank

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। রবিবার ফাইনালের উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দল একে অন্যকে গোল দিতে মরিয়া হয়ে ওঠে। মাঠেও দুই উপজেলার সমর্থকরা নিজেদের সমর্থনে হই-হুল্লোড় করেন। খেলা শেষে বিজয়ী সদর উপজেলাকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

রবিবার বিকাল ৩টায় খেলা শুরু হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে সদর উপজেলা। দ্বিতীয়ার্ধে আরো এক গোলের দেখা পায় সদর উপজেলা। তবে আক্রমণাত্মক খেলতে থাকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাও। তারা সদর উপজেলাকে এক গোল দেয়। কিছুক্ষণ পরে সদর উপজেলা আরো এক গোল দেয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে সদর উপজেলাকে আরেক গোল দেয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। মাঠের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে এক মিনিট পরেই খেলার শেষ বাশি দেন রেফারি। ফলে ৩-২ গোলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার, বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।