দলীয় সরকারের অধীনে নির্বাচন ইম্পসিবল: গয়েশ্বর

0
452
blank
blank

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি অবাধ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেই নির্বাচনে যাবে জানিয়ে দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কারণ এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ইম্পসিবল (অসম্ভব)।রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুর মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে ‘সম্মিলিত ছাত্র ফোরাম’ নামের একটি সংগঠন।

গয়েশ্বর চন্দ্র বলেন, বিএনপি নির্বাচনে যাবে, কিন্তু শেখ হাসিনার অধীনে নয়। এটা কোয়াইট ইম্পসিবল, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের ব্যাপারে যা যা অন্তরায় আছে বিএনপি সেগুলোর মূল উৎপাটিত করে অর্থাৎ নিরসন করেই নির্বাচনে যাবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।