দারিদ্রতা ও নিরক্ষতা হঠাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: পরিকল্পনামন্ত্রী

0
581
blank
blank

আলী আছগর ইমন, জগন্নাথপুর: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর মতো আমাদেরকেও দেশ প্রেমে উদ্বুব্দ হয়ে জনসেবা করতে হবে। দেশের দারিদ্রতা ও নিরক্ষতা হঠাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে। তবে একটি গোষ্ঠী আমাদেরকে হঠাতে চায়। তাদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে।

মন্ত্রী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমাদেরকে আগস্টের শোককে শক্তিতে পরিণত করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে লেখাপড়া করে ভাল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
৩১ আগস্ট শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। “স্বরণে নিবিড়, স্বপনে গভীর, ভুলিনী তোমাদের আত্মবিসর্জন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ আগস্ট শ্রীরামসি গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো আলোচনাসভা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী। বক্তব্য রাখেন শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি ও শ্রীরামসি বাজার কমিটির সভাপতি বাবুল মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও সুনামগঞ্জের পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম।
সভায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, এসআই লুৎফুর রহমান, এসআই রাজিব রহমান, উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আজাদ আলী কবেরি, সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পৌর কাউন্সিলর আবাব মিয়া, এমেল মিয়া মেম্বার, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা রাসেল তালুকদার, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ সহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থী সহ কয়েক হাজার জনতা উপস্থিত ছিলেন। সভায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন মন্ত্রী সহ অতিথিবৃন্দ। তবে সভা মঞ্চে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী যাওয়ার আগেই প্রধান বক্তা দেশের আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বক্তব্য রেখে চলে যান।
উল্লেখ্য-১৯৭১ সালে দেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ৩১ আগস্ট শ্রীরামসি বাজারের পাশে শান্তি কমিটির আহবানে স্থানীয় রাজাকারদের মাধ্যমে শান্তিপ্রিয় জনতাদের ডেকে এনে লাইন ধরিয়ে পিচমোড়া দিয়ে বেধে গুলি করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। এতে ১২৬ জন শহীদ হন। এসব শীহদদের স্মৃতি ধরে রাখতে দেশ স্বাধীনের পর শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদ নামের একটি সামাজিক সংগঠন গঠন করা হয়। এ সংসদের উদ্যোগে প্রতি বছর ৩১ আগস্ট গণহত্যা দিবস পালন হয়ে আসছে।
এদিকে-উপজেলা পরিষদ প্রাঙ্গনে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন করেন এবং আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এতে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার সহ সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।