দিনাজপুরে দশম শ্রেনীর ছাত্রীকে গণধর্ষণ

0
552
blank
blank

দিনাজপুর :  বিজয় মেলা দেখে রাতে বাড়ী থেকে ফেরার পথে দিনাজপুরে দশম শ্রেনীর এক ছাত্রী গণ ধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী সুন্দরা মাঝাপাড়া গ্রামে। পরদিন ১৭ ডিসেম্বর স্থানীয়ভাবে চিকিৎসায় রক্তক্ষরন বন্ধ না হলে ছাত্রীটিকে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই মোকসেদুর ইসলাম নামে একজন ও অজ্ঞাত দুইজনসহ মোট তিন জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে আটক করা সম্ভব হয়নি কাউকে।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দশম শ্রেনীর ছাত্রী আইনুল নাহার এর পিতা আইনুল ইসলাম ও মাতা লুৎফা বেগম দুজনই আনসার সদস্য। মায়ের দায়ের করা মামলার সুত্র মতে বিজয় দিবসের মেলা দেখে রাত সাড়ে ৯টার দিকে সে একা বাসায় ফিরছিল। পথে মঙ্গলার বাজার এলাকায় তাকে আটক করে গণধর্ষন করা হয়। এসময় তার হাত পা মুখ বেধে ফেলে ধর্ষকরা। অজ্ঞান হয়ে পড়া আইনুলকে মৃত ভেবে পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেয়। কিছুক্ষন পর জ্ঞান ফিরলে আইনুল বাসায় ফিরে পরিবারের সদস্যদের ঘটনার বিস্তারিত জানায়। পরদিন স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করালেও রক্তক্ষরন বন্ধ না হওয়ায় ১৮ তারিখ সকালে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।