দিরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অাহত ৩০

0
690
blank
blank

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলার সাদিরপুর এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দিরাই-মদনপুর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, যাত্রীবাহী মিনিবাসটি দিরাই পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে সিলেটে অনুকূল ঠাকুরের উৎসবে যোগদানের জন্য যাচ্ছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসে থাকা যাত্রীরা আহত হন। গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগেরই বাড়ি দিরাই উপজেলা সদরে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অতিরিক্ত যাত্রী ও গাড়ির দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় তাদের হাসপাতালে ৩০ জন চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।