দুই মামলায় খালেদা জিয়ার পরবর্তী শুনানি ২৭ জুলাই

0
478
blank
ফাইল ছবি
blank

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী ২৭ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রথম অনুসন্ধান কারী কর্মকর্তা নূর আহমেদকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা। তিনি তার অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতির কোনো তথ্য পাওয়া যায়নি। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, প্রথম অনুসন্ধান কারী কর্মকর্তার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে।আজ নূর আহমেদকে জেরা অসমাপ্ত অবস্থায় ২৭ জুলাই পরবর্তী জেরার দিন ধার্য করা হয়েছে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন প্রবীন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান, আমিনুল হক, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।