দেশনেত্রীর জাতীয় ঐক্যের সংলাপ নিয়ে অর্থমন্ত্রীর শিষ্টাচার বহির্ভুত বক্তব্যে সিলেটবাসী হতবাক: দিলদার হোসেন সেলিম

0
919
blank
blank

সিলেট: সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম বলেছেন, ক্ষমতাসীন অবৈধ সরকারের কর্তাব্যাক্তিরা শিষ্টাচার বিবর্জিত বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। সিলেটের সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব সমপ্রতি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের মহৎ উদ্দেশ্যে সংলাপ আহবানকে রাবিশ বলে উড়িয়ে দিয়ে তা নিয়ে কটাক্ষ করেছেন। যা সিলেটবাসীকে বিস্মিত করেছে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রীর এরকম সময়োপযোগি সংলাপ আহবানকে নিয়ে আমাদের মুরব্বী ও একজন দায়িত্বশীল ব্যাক্তির কাছ থেকে সিলেটবাসী এধরনের “সুবচন নির্বাসন”মুলক বক্তব্য আশা করেনা। আমরা বিস্ময়ে হতবাক হই যখন দেখি সরকারের কতিপয় কর্তাব্যাক্তিরা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করে শিষ্টাচার বিবর্জিত উস্কানীমুলক বক্তব্য প্রদান করেন। সরকারের জোটভুক্ত ব্যাঞ্জনবর্ণ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যাক্তিদেরকে এধরনের শিষ্টাচার বিবর্জিত কান্ডজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। সকল ক্ষেত্রে সহনশীল ও সুবচন প্রয়োগের প্রত্যাশা করছি। জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেয়া ও গনতন্ত্র পুন:প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে দেশের ১৬ কোটি মানুষের প্রানের দাবী গ্রহণযোগ্য অবাধ সুষ্টু জাতীয় নির্বাচনের জন্য একটি অর্থবহ সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহ সকল রাজন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।

রবিবার এক বিবৃতিতে তিনি উপরোক্ত কথা বলেন। সাবেক এমপি দিলদার সেলিম আরো বলেন- কোন কিছু ঘটলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে বক্তব্য দিয়ে সরকারের দায়িত্বশীল ব্যাক্তিরা প্রকৃত আসামীদের আড়াল করার হীন রাজনীতিতে লিপ্ত রয়েছেন। ৫ ই জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচন করে অবৈধ সরকার ক্ষমতা দখলের মাধ্যমে গনতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। শীর্ষ রাজনীতিবিদদের মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে জাতিকে নেতৃত্বশুন্য করার ধ্বংসাত্মক রাজনীতি আওয়ামীলীগের জন্য ধ্বংস ডেকে আনছে। এই সরকারই শেষ সরকার নয়। জনগনের সরকার প্রতিষ্ঠায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতান্ত্রিক আন্দোলনে দেশপ্রেমিক জনতার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কামনা করছি।