দেশের কেউই প্রস্তাবিত বাজেট গ্রহণ করেনি: এরশাদ

0
467
blank
blank

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ বলেছেন, যে বাজেট দেয়া হয়েছে, তা দেশের কেউ গ্রহণ করেনি। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ব্যবসায়ী, সরকারী চাকরিজীবি কেউই এই বাজেট গ্রহণ করেনি। আশা করি সরকার বাজেট পাশের আগে জনগণের স্বার্থে কিছু সংশোধনী আনবে।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের, এলজিআরইডি প্রতিমন্ত্রী প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, জেলা সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।
শর্টকাট বক্তব্যে এরশাদ আরো বলেন, জনস্বার্থে সেটা সরকারকে বাজেট নিয়ে ভাবা উচিৎ। অন্যায়ভাবে যে করের বোঝা চাপানো হয়েছে, তা লাঘোব করা হবে বলেও আশা করি। তিনি বলেন, যেকোনো মূল্যে রংপুর অঞ্চলের হারানো ২২টি আসন ফিরিয়ে আনা হবে। সেই সাথে সারাদেশের হারানো আসনগুলো ফেরাতে নেতকর্মীদের ঐকবদ্ধ কাজ করার আহবান জানান সাবেক এই প্রেসিডেন্ট।