দেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায় : মির্জা ফখরুল

0
630
blank
blank

ময়মনসিংহ : দেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। প্রশাসনের শত বাঁধা, গ্রেফতারসহ নানান প্রতিবন্ধকতা স্বত্বেও ময়মনসিংহে লাখো মানুষের এই সমাবেশ এটাই প্রমান করে। তাই সংসদ ভেঙ্গে দিয়ে অবিলম্বে নিরপেক্ষ কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিন। ইনশাল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে দলটির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পুরো দেশকেই সরকার ক্যাসিনো রাষ্ট্রে পরিণত করেছে। এরআগে অনেকে বলেছে বিএনপির লোক ছিল। বারো বছর কি করলেন? আঙ্গুল চুষলেন? নাকি বারো বছর ধরে টাকা দিয়েছে আপনারা সেই টাকা পাচার করেছেন। এখন চুনোপুঁটি ধরে নিজের শরিরের গন্ধ কিছুটা দূর করছেন।

তিনি আরও বলেন, ফেসবুকে ছবি দিয়ে নয়, আন্দোলন করতে হলে রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের কোনো বিকল্প নেই। মুহূর্তেই কথা বললে তো আন্দোলন হয় না। আন্দোলনের জন্য তার ক্ষেত্র প্রস্তুত করতে হয়, সংগঠন তৈরি করতে হয়। আমরা সেভাবে মানুষকে তৈরি করার চেষ্টা করছি। আমরা সেভাবেই কাজ করছি।