দেশে এখনো একাত্তরের পরাজিত শক্তিরা তৎপর: শিল্পমন্ত্রী

0
529
blank
ফাইল ছবি
blank

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘যারা একাত্তরে পরাজিত হয়েছিলো, কিন্তু তাদের সেই পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। তারা এখনো তৎপর রয়েছে। এ দেশের অগ্রগতিকে স্তিমিত করে দেওয়ার জন্য।’ তিনি বলেন, ‘আজকে তারা শেখ হাসিনার প্রাণ নাশ করা ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত হানার জন্য সচেষ্ট রয়েছে।’

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডটি যেমন ব্যক্তিকেন্দ্রিক ছিল না তেমনি আমি মনে করি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, আওয়ামী সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এগুলো শেখ হাসিনা বা সরকারের বিরুদ্ধে নয় বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সিমিন হোসেন রিমি এমপি, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রমুখ।