দেশে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন: রব

0
990
blank
blank

ঢাকা: দেশে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব। তিনি বলেছেন, নতুন রাজনীতি-ঐক্যের রাজনীতি-পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’র উত্থানের বিকল্প নেই। জনগণ ঐক্যবদ্ধ হলে জঙ্গীবাদ-স্বৈরাচার-রাজাকার একসাথে বিদায় হবে। তিনি আজ শুক্রবার চট্টগ্রামের জামাল খান মোড়ের এক্সক্লুসিভ কনভেনশন হলে জেএসডির চট্টগ্রাম উত্তর জেলা সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে একথা বলেন।

আ স ম আবদুর রব বছেন, জনগণের রায়বিহীন নির্বাচনের নামে তামাশা করে রাষ্ট্র ক্ষমতা দখল বা রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে পাকিস্তানি মানসিকতা। পাকিস্তানিরা সবসময় মনে করতো বাঙালীরা রাষ্ট্র পরিচালনায় অনুপযুক্ত, তাদের মতামতের প্রয়োজন নেই। আজকে আওয়ামী লীগও মনে করে দেশের জনগণের মতামত অগুরুত্বপূর্ণ। সুতরাং তারা ক্ষমতায় থাকলে নির্বাচন, ভোটাধিকার, গণতন্ত্র কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। এসব পাকিস্তানি আইয়ূব মার্কা রাজনীতি এদেশের জনগণ ঊনসত্তরেই ছুড়ে ফেলেছে। তিনি আরো বলেন, জাতিসংঘসহ বিশ্বের পরিবেশবাদীরা এবং এদেশের জনগণ রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানাচ্ছে। এরপরও যদি এ প্রকল্প বাতিল না করে, তাহলে ধরে নিতে হবে সরকার অন্য কারো স্বার্থ রক্ষায় তৎপর। দেশের স্বার্থ রক্ষায় নয়। আ স ম রব বলেন, পাক-ভারত যুদ্ধ পরিস্থিতিসহ বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ যেন কোনো বিশেষ শক্তি বা দেশের ক্রিড়নকে পরিণত না হয়। নতুন রাজনীতি-ঐক্যের রাজনীতি-পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’র উত্থান প্রয়োজন। জনগণ ঐক্যবদ্ধ হলে রাজাকার-স্বৈরাচার-জঙ্গীবাদ একসাথে বিদায় হবে। রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেএসডি স্থায়ী কমিটির সদস্য মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সেক্টর কমান্ডারর্স ফোরাম সভাপতি মাহমুদ হাসান, জেএসডি নেতা শফিউল আলম খোকন, এস এম সামসুল আলম নিক্সন, খোরশেদ আলম, সরোয়ার আজম আরজু, অধ্যাপক আজিজ উদ্দিন হায়দার, সৈয়দ তারেকুল আনোয়ার, এয়ার আহম্মদ বলি, আবু তাহের, নাগরিক ঐক্যের সভাপতি সোহরাব হোসেন, বাসদ চট্টগ্রামের সমন্বয়ক মহিন উদ্দিন, সাবেক চাকসু নেতা কামাল উদ্দিন প্রমুখ।