দেশে বিনিয়োগ বৃদ্ধিতে ১০০ স্পেশাল ইকোনমিক জোন

0
487
blank
blank

বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার (৫ নভেম্বর) অস্ট্রেলিয়র ক্রাউন টুওয়ার্স হোটেলে ক্রাউন কনভেনশন সেন্টারের দি অস্ট্রা-২ তে অনুষ্ঠিত ‘জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন(ওএভি) ব্রেকফাষ্ট : ইন্ডয়ান সাবকন্টিনেন্ট’ বিষয়ক সেশনে নিজ বক্তব্যে বিষয়টি তুলে ধরেন মন্ত্রী।

‘জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন(ওএভি)-এর চেয়ারম্যান এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার জুংহেইনরিস এর সঞ্চালনায় সেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নয়াদিল্লীতে নিযুক্ত জার্মানের রাষ্ট্রদূত ড. মার্টিন নে ইন্ডো-জার্মান চেম্বার অফ কমার্সের ডিরেকটর জেনারেল বার্নহার্ড স্টিনরুয়েক। এরপর বাণিজ্যমন্ত্রী জার্মানীর ইকোনমিক এফেয়ার্স এন্ড এনার্জী বিষয়ক জার্মান পালিয়ামেন্টারি স্টেট সেক্রেটারি উইবেকমিয়ার এর সাথে একান্ত বৈঠক করেন। জার্মানী এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার।

এদিকে, অস্ট্রেলিয়র পার্থ শহরে ক্রাউন টুওয়ার্স হোটেলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশোপের সাথে একান্ত বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান। একই সাথে সমস্যা সমাধানে বিশ্ব জনমত সৃষ্টিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করা হয়। অস্ট্রেলিয়া মায়ানমারের রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার জন্য মায়ানমার সরকারের উপর চাপ বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ আশা করে।