দেশ অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেয়েছে: সৈয়দ আশরাফ

0
470
blank

ঢাকা: ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ওই নির্বাচনে মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে। খালেদা জিয়া রাজাকারদের রক্ষা করার জন্য দেশের শত শত মানুষকে পুড়িয়ে মেরেছেন, গাড়ি পুড়িয়েছেন। তার এই অপকর্ম দেশের মানুষ আজও ভোলেনি। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘৫ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনি ৬৪ জন মানুষকে হত্যা করেছেন। ১ হাজার ৫০০ লোককে আহত করলেন। অর্থনীতিতে ক্ষতি হলো ১৭ হাজার ১৫০ কোটি টাকা। সাতশটি গাড়ি পোড়ালেন। পরীক্ষা আপনি বন্ধ করলেন। কিসের জন্য? গণতন্ত্রের জন্য? গণতন্ত্রের জন্য মানুষ হত্যা করতে হয় না। গণতন্ত্রের জন্য গাড়ি পোড়াতে হয় না। আপনি চেয়েছিলেন বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে। এ দেশকে যাতে এগিয়ে না নেওয়া যায় সেই উদ্দেশ্যে রক্তের হোলি খেলা খেলেছেন। এই বাংলাদেশের মাটিতে বাঙালি জাতি কোনোদিনই আপনার অপকর্ম ভুলে যাবে না।

আশরাফ বলেন, ‘আসুন আমরা শান্তিপূর্ণ রাজনীতি ও রাষ্ট্রনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই। নির্বাচন হবে, সুষ্ঠ নির্বাচন হবে। সেই নির্বাচনে একটি জীবনও হত্যা করার প্রয়োজন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নীতিতে বিশ্বাস করেন। আমরাও সেই নীতিতে বিশ্বাস করি।