ধর্মভিত্তিক রাজনীতি চালু করেন জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

0
596
blank

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান প্রথমে আত্মস্বীকৃত খুনিদের বড় পদে পদায়ন করেন। বঙ্গবন্ধুর ১৯৭২ সালের সংবিধান সাগরে ফেলে দিলেন। আবার ধর্মভিত্তিক রাজনীতি চালু করলেন। জামায়াতের আমির গোলাম আজমকে টেনে আনলেন, পরে নাগরিকত্ব দিলেন।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে নগরীর সার্কিট হাউসে একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটি চট্টগ্রাম জেলার নবনির্বাচিত কার্যনির্বাহি কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধার সঙ্গে শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করে মন্ত্রী বলেন, যেদিন আওয়ামী লীগের নাম নিষিদ্ধ করা হয়েছিল অলিখিতভাবে সেদিন ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করলেন জাহানারা ইমাম। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হলেন।