ধর্ষণের অভিযোগে কারাগারে পুলিশ কনস্টেবল

0
507
blank
ফাইল ছবি
blank

মুন্সিগঞ্জ: ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আরিফুল ইসলাম আরিফ নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার সার্কেল অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন গ্রেপ্তারি পরোয়নাভুক্ত ওই আসামি। শুনানি শেষে বিচারক জয়শ্রী সমদ্দার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামির পক্ষে জামিন চেয়ে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মাদ জুয়েল।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই থানার কালামপুর দক্ষিণপাড়া গ্রামের জনৈক তরুণী গত ২৮ জুলাই রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। ওই সময় একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আরিফুর ইসলাম আরিফ তার ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকেন। পরে ওই তরুণী ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করলে আসামি খাটের নিচ হতে বের হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে আরিফকে আটক করে। একপর্যায়ে ওই তরুণীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তিনি তার কর্মস্থলে চলে আসেন। তবে পরে বিয়েতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় পুলিশ কনস্টেবল আরিফের বিরুদ্ধে ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি মামলা হয়। পরে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।