ধারাবাহিকভাবে ৩য় বছরের মতো মুনাফা অর্জন করল বিমান

0
541
blank

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ধারাবাহিকভাবে ৩য় বছরের মতো মুনাফা অর্জন করেছে। সদ্য বিদায়ী অর্থবছর অর্থাৎ ২০১৬-১৭ অর্থবছরে বিমান কর পূর্ববর্তী মুনাফা অর্জন করেছে ১৫১ কোটি টাকা যা ২০১৫-১৬ অর্থবছরের চেয়ে ২৪ কোটি টাকা বেশি। তবে ডেফার্ড ট্যাক্স বিবেচনায় (কর পরবর্তী) নিট মুনাফার পরিমাণ কমেছে।

২০১৬-১৭ অর্থবছরে বিমানের নিট মুনাফা হয়েছে ৪৭ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে যা ছিল ২৩৫ কোটি টাকা। বিমান ২০১৪-১৫ অর্থবছরে নিট মুনাফা অর্জন করে ৩২৪ কোটি টাকা। অর্থাৎ বিগত ৩ অর্থ বছরে বিমানের নিট মুনাফা অর্জিত হয়েছে ৬০৬ কোটি টাকা। বিমান সূত্রে এসব তথ্য জানা যায়। গত মঙ্গলবার বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, বিবিপি, এনডিইউ, পিএসসি’র সভাপতিত্বে বিমান প্রধান কার্যালয়, বলাকা, কুর্মিটোলায় অনুষ্ঠিত কোম্পানির ১০ম বার্ষিক সাধারণ সভায় ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে জেট ফুয়েলের তুলনামূলক অধিক মূল্য, কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এবং এশীয় এভিয়েশন মার্কেটে এয়ারলাইনসগুলোর মধ্যে ভাড়া নিয়ে তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও বিমানের এই মুনাফা অর্জন নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সফলতা। মুনাফা অর্জনের পাশাপাশি সদ্য বিদায়ী অর্থবছরে বিমান রাষ্ট্রীয় কোষাগারে ৩৮১ কোটি টাকা রাজস্ব কর প্রদান করেছে যা পূর্ববর্তী ২০১৫-১৬ অর্থবছরের চাইতে ৭৭ কোটি টাকা বেশি।