নতুন নামে আসছেন কোটা আন্দোলনকারীরা

0
672
blank
Nurul Nuru DU
blank

দেশের ৬৪ জেলায় নতুন কমিটি গঠন করে সম্ভাব্য ‘ছাত্র পরিষদ’ নামে আসছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তরুণ সমাজের এই প্ল্যাটফর্মকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে এই উদ্যোগের কথা জানিয়েছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন।

তিনি বলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এজন্য দেশব্যাপী নতুন কমিটি গঠনের কাজ চলছে। আনুষ্ঠানিকভাবে একটি আয়োজনের মধ্যদিয়ে ‘ছাত্র পরিষদ’ নামে আসছি। যেটি শিক্ষার্থী ও মানুষের অধিকার আদায়ের প্লাটফর্ম হিসেবে কাজ করবে।