নতুন মিশনে আজারবাইজান যাচ্ছেন এরদোগান

0
521
blank
blank

আঙ্কারা: তুরস্ক, আজারবাইজান ও জর্জিয়ার মধ্য সরাসরি রেলপথ ‘বাকু-তিবিলিসি-কারস’ রেলওয়ের উদ্বোধন করতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজারবাইজান যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ৩০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্ট এরদোগান আজারবাইজান সফর করবেন বলে শুক্রবার তুর্কি প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাবইটে বলা হয়।

সফরে ‘বাকু-তিবিলিসি-কারস’ রেলওয়ের উদ্বোধন ছাড়াও এরদোগান তুরস্ক-আজারবাইজান ‘হাই লেভেল স্ট্র্যাটেজিক কাউন্সিলের’ (এইচএলএসসি) -এর ষষ্ঠ বৈঠকে যোগ দিবেন।

তিনি দেশের আঞ্চলিক প্রকল্প ‘বাকু-তিবিলিসি-কারস’ রেলওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে আরো থাকছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলামহ আলিয়েভ এবং জর্জিয়ার প্রধানমন্ত্রী গিয়েরজি কিভিরিকশভিলি। আগামী ৩০ অক্টোবর তিন দেশের মধ্যকার এই রেলপথের উদ্বোধন করা হবে।

৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তুরস্ক ও আজারবাইযানের মধ্যে ষষ্ঠ এইচএলএসসি বৈঠক। এতে এরদোগান ও আজারবাইজানে তার কাউন্টারপার্ট ইলামহ আলিভ যৌথভাবে সভাপতিত্ব করবেন। বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরাও অংশ নিবেন।