নববর্ষ খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার বছর: ড. মোশাররফ

0
480
blank
blank

ঢাকা: বাংলা নববর্ষের নতুন বছরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী বছর হোক, এই মিথ্যার বিপরীতে সত্যের বিজয়ের বছর। আগামী বছর হোক স্বৈরাচারী গ্লানি মোচন করে, দেশনেত্রী খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার বছর। আগামী বছর হোক বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার বছর।’

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংকৃতিক সংস্থা (জাসাস)। জাসাসের সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, জাসাসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরা।

খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা আজকে শপথ নিতে চাই, নতুন বছরে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে একটি নির্দলীয় সরকারের অধিনে, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবো। আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব। নতুন বছরকে এ দেশের বিজয়ের বছর হিসেবে দেখতে চাই।’