নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

0
467
blank
blank

নরসিংদী: নরসিংদীর বেলাবো থানার দড়িকান্দিতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বেলাবো থানার ওসি মো. বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। ১১ জন ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নরসিংদীর দুর্ঘটনার আগে শুক্রবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ফরিদপুর, গাজীপুর, মাগুরা, নাটোর ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয় অনেকে।
পুলিশের হিসাবে, গত তিন বছরে গড়ে দুই হাজার মানুষের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০১৬ সালেই ৪৩১২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারান ৬০৫৫ জন। আহত হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। এর আগের বছর প্রাণহানি হয় ৮ হাজারের বেশি মানুষের।