নাগরিকরা সোচ্চার হলে দেশে সুশাসন আসে

0
450
blank
blank

স্টাফ রিপোর্টার: একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই। তাই নাগরিকরা সচেতন, সংগঠিত ও সোচ্চার হলে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনটির ঢাকা জেলা ও মহানগর কেন্দ্রীয় কমিটি এ সভা আয়োজন করে।

সভায় প্রধান আলোচক সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সুজন সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি নাগরিক সংগঠন। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক সংগঠনটি জন্মলগ্ন থেকেই বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।  এছাড়া, ২০০২ সালে সুজনের প্রতিষ্ঠাকালীন নির্বাচনী প্রক্রিয়াকে পরিচ্ছন্ন রাখা, নির্বাচনী আচরণবিধিতে পরিবর্তন আনা, সংস্কার প্রস্তাব উত্থাপন, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন, তথ্য অধিকার প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশনের জন্য সচিবালয় প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে সুজন-এর বিভিন্ন অর্জন তুলে ধরেন সুজন সম্পাদক।