নারায়ণগঞ্জে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হোক চাই না: আইভী

0
737
blank
blank

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নারায়ণগঞ্জে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটা আমরা চাই না। আমি হুশিয়ার করে সেসব ডাক্তারদের বলতে চাই যারা ডিজিএফআই দিয়ে সারাক্ষণ হুমকি ধমকি দিয়েছেন এটা বন্ধ করার জন্য, এটা মোটেও উচিত হয়নি। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিননামুন রেস্টুরেন্টে স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, একটা সংগঠন অনুষ্ঠান করতেই পারে, আপনারা অনুষ্ঠান করবেন সেটিও করতে পারেন। পরবর্তীতে নিজেরা বসে কীভাবে সমাধান করা যায় সেটি বিবেচনা করেন। এভাবে ধমক দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতিকে এখানে আসা বন্ধ করে দিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি তাদের নাম নেয়াতে আসলেন না। এতো জুজুর ভয় কেন? আমি এই অনুষ্ঠানের আয়োজকদের বলেছিলাম, মাত্র পাঁচজন ছেলে নিয়ে দাঁড়িয়ে থাকলে কেউ না আসলেও আমি আসবো। এতো ভয়ের কিছু নেই। ধমকি দিয়ে নারায়ণগঞ্জ শহরকে থামিয়ে রাখা যাবে না। আজ থেকে ১০/১২ বছর আগেও থামিয়ে রাখা যায়নি এই আইভীকে। সবসময় ভয় দেখানো যায় না। মারামারি নয়, একজনের বিরুদ্ধে আরেকজনের কাঁদা ছোঁড়াছুড়ি না এটা শৃঙ্খলার একটি সংগঠন। নিজের অধিকার লঙ্ঘন করা, কটুক্তি করা এবং এটাতে হস্তক্ষেপ করা উচিৎ নয় বলেই আমি মনে করি।