নির্বাচন সুষ্টভাবে সম্পন্নের লক্ষে জগন্নাথপুরে নির্বাচন কমিশনারের মতবিনিময়

0
684
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: আগামি ৬ মার্চ জগন্নাথপুর উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্টভাবে সম্পন্নের লক্ষে প্রশাসন ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে। এ নিয়ে মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো.রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মুরসালিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান প্রমূখ। সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ গ্রহনের বিষয় তুলে ধরা হয়। এছাড়া নির্বাচনে অংশ গ্রহনকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার।