নেতা ও কর্মীকে জাতির পিতার আদর্শ ধারণ করে চলতে হবে

0
516
blank

স্টাফ রিপোর্টার : ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শকে যথাযথভাবে অনুসরণ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার টুঙ্গিপাড়ায় তার বাসভবনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কাউন্সিলের যৌথ বৈঠকে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা অক্লান্ত পরিশ্রম করছি যাতে তৃণমূল এবং গ্রামের মানুষ আমাদের সাফল্যের সুফল পেতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের মূল লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা। দলের প্রতিটি নেতা ও কর্মীকে জাতির পিতার আদর্শ ধারণ করে চলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা আমরা গড়ে তুলব।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং একটি শক্তিশালী অর্থনীতি রয়েছে। আমরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখব।’

বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়ন প্রসঙ্গে জাতির পিতার কন্যা বলেন, ‘এখন বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। আপনারা জানেন, এরইমধ্যে দেশের দারিদ্র্যহার ২০ দশমিক ৫ ভাগ নামিয়ে আনতে সক্ষম হয়েছি। দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা মনে করি, আজকে যে প্রবৃদ্ধি অর্জন করেছি অর্থনৈতিকভাবে এবং সেই সকল অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের গ্রামের মানুষ যেন পায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে। এ বাংলাদেশকে আমরা জাতির পিতার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব এটিই আমাদের মূল লক্ষ্য।’